শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদরের মৌলভী রহমত উল্লাহ মার্কেটে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টরশনের কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত- সেটি জানা যায়নি। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রেস্টুরেন্টে, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।