বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ জুন) গভীর রাত ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার মো. কাশেম মিয়ার ছেলে রাজু (২০) ও তাজউদ্দিন আহম্মেদের ছেলে সাইফ (২১)।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় একই পথে যাওয়া একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পেছন ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রী রাজু ও বাসের হেলপার সাইফ রাস্তায় ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাত্রীবাহী বাস ও ট্রাকটিকে আটক করা হলেও চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com