শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ব্যাকআপ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন ৫০ কোটির বেশি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য তারা সম্পূর্ণ বিনামূল্যে বিলিয়ে দিচ্ছে। এর মধ্যেই রয়েছে গ্রাহকের ফোন নম্বর ও অন্যান্য তথ্য। এর পরেই ফের ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের উপর বড়সড় প্রশ্ন উঠে গেল। আপনিও যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবেন তবে নীচের ধাপগুলি দেখে নিন। আপনি ফেসবুক থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করার আগে ফেসবুকের সব তথ্য ডিলিট করতে পারেন।

অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

স্টেপ ১। ডেক্সটপে ডান দিকে উপরে ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন।

স্টেপ ২। সেখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। বাঁ দিকের কলামে ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার ডাউনলোড করতে ‘ভিউ’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। কোন কোন বিভাগের তথ্য ডাউনলোড করবেন তা ডান দিলের বক্স থেকে সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৬। এখানে আপনি ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোডের বিভিন্ন অপশন পাবেন।

স্টেপ ৭। কনফার্ম করে ডাউনলোড রিকুয়েস্ট পাঠিয়ে দিন।

এবার আপনাকে ফাইল তৈরি হতে সময় দিতে হবে। কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে। তথ্য ডাউনলডের জন্য প্রস্তুত হলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক। সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

ফেসবুক অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করবেন কীভাবে?

– উপরের স্টেপ ৩ পর্যন্ত অনুসরণ করুন।

স্টেপ ৪। ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। পাকাপাকিভাবে ডিলিট করতে ‘পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার ‘ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

৩০ দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করার আবেদন বাতিল করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com