বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এ উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার।
জানা গেছে, বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস ১৬ ডিসেম্বর। দিনটি যথাযথ ভাবে উদযাপনের জন্য সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান এবং আদালতসহ দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আগামী রোববার (২০ ডিসেম্বর) ফের ব্যাংক ও শেয়ারবাজার খুলবে।