সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

ব্যাংক-শেয়ারবাজার মঙ্গলবার বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: আগামীকাল মঙ্গলবার (৯ আগস্ট) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। আশুরায় সরকারি ছুটি থাকায় দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

সোমবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরায় দেশে সরকারি ছুটি থাকে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকে ও শেয়ারবাজারও বন্ধ থাকবে। ছুটির পর ১০ আগস্ট থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com