মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তিন লাখ

বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তিন লাখ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার রা‌তে বাংলাদেশ ব্যাংক সব সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা পাঠিয়েছে।

ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন।

এর আগে গত ১০ আগস্ট নগদ টাকা উত্তোলনের সীমা দুই লাখ টাকা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারও আগে ৮ আগস্ট শুধু একদিন এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন কর‌তে পারেননি গ্রাহক।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর দেশে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নগদ টাকা উত্তোলনের প্রবণতা দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com