শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: দেশের সকল ব্যাংকে লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর লেনদেন-পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে অফিস খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।
আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক চলবে জানিয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য কমিয়ে আনা সরকারি অফিসের কর্মঘণ্টা সম্প্রতি পূর্বের অবস্থায় আনা হয়েছে। এরপরই ব্যাংকগুলোর সময়সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।
১৫ নভেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।