বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ব্যস্ত সময় পার করছেন,প্রিয়ন্তী উর্বী

বিনোদন ডেস্ক : টিভি নাটক, ওয়েব সিরিজ-ছবি ও চলচ্চিত্রে সমান তালে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী । সম্প্রতি মুক্তি পাওয়া চরকির সিরিজ ‘কালপুরুষ’-এও আছেন তিনি ।
শুটিংয়ে আপনি? হ্যাঁ । সামনে ঈদ, এখন প্রায় প্রতিদিনই শুটিং করছি ।  আজ জুবায়ের ইবনে বকর ভাইয়ের ‘আনচান এ মন’ নাটকের শুটিং করছি । আমার সঙ্গে আছেন মীর রাব্বি । ঈদে আপনার কতটি নাটক আসবে? এখনো সঠিক সংখ্যাটা বলতে পারব না । শুটিং করে যাচ্ছি আমার মতো করে । আগে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে। আজ একটি করছি, আরো কয়েকটির শিডিউল দেওয়া আছে ।
আমার মনে হয়, পাঁচ-সাতটি নাটক দর্শক দেখতে পাবেন । ঈদে এর বেশি নাটক প্রচারিত হোক, আমিও চাই না । তাহলে দর্শকদের কাছে একঘেয়ে লাগতে পারে । ‘কালপুরুষ’ থেকে কেমন সাড়া পাচ্ছেন? সব সময় ভালো কাজের অংশ হয়ে থাকতে চেয়েছি । এ সিরিজটিতে সে কারণেই অভিনয় করা । আমার অভিনীত চরিত্রটি খুব ছোট । বলতে পারেন অতিথি চরিত্র । তার পরও ‘কালপুরুষ’ মুক্তির পর থেকে আশপাশের মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি । শুধু আমার কথা নয়, পুরো সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আলোচনা করছে । পছন্দও করছে তারা, এটাই ভালো লাগছে । ঈদে তো ‘নীলচক্র’ মুক্তির কথা রয়েছে । ছবিটিতে কেমন চরিত্রে দেখা যাবে আপনাকে? এই প্রজন্মের গল্প নিয়ে ছবিটি । পর্দায় আমাকে দেখা যাবে ১৭-১৮ বছরের তরুণীর চরিত্রে । টিকটক করে ভাইরাল হওয়ার স্বপ্নে বিভোর। ভাইরাল হতে গিয়ে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি । সেগুলো জীবনের ওপর প্রভাব ফেলে দারুণভাবে । এ ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন নিয়মিতই ঘটছে । ভাইরাল হওয়ার নেশায় মত্ত তরুণরা এই ছবি থেকে একটা বার্তা পাবে । ওয়েবে নতুন কী করছেন? একসঙ্গে এত কিছু করব কিভাবে! একদিকে ছবির শুটিং চলছে, আরেক দিকে ঈদের নাটক । শিডিউলও তো বের করতে হবে । হাতে বেশ কয়েকটি নতুন সিরিজ ও ওয়েব ছবির প্রস্তাব আছে । তবে ঈদের আগে কিছুই করতে পারছি না । ঈদেও ‘নীলচক্র’র প্রচারণা নিয়ে ব্যস্ত থাকব । সব ঠিক থাকলে ঈদের পরে ওয়েবের নতুন কাজের ঘোষণা আসবে ।

চলচ্চিত্রেও তো ব্যস্ত সময় পার করছেন…
আমার লক্ষ্যই ছিল চলচ্চিত্ । অভিনয় শুরু করেছিলাম বড় পর্দায় কাজ করার ইচ্ছা নিয়ে । ধীরে ধীরে তার বাস্তবায়ন হচ্ছে । সম্প্রতি শুটিং সম্পন্ন করলাম শাহরিয়ার রহমান ও মাহবুব মিঠুনের ‘নিঃশব্দে’ ছবির। নারীকেন্দ্রিক দারুণ এই গল্পে আমার সঙ্গে আছেন দিলরুবা দোয়েল ও গোলাম ফরিদা ছন্দা । শাহরিয়ার পলকের ‘বকুলের বুকে রক্ত করবী’র শুটিং শেষের পথে। এরই মধ্যে নতুন ছবি নিয়ে কথা হচ্ছে নির্মাতাদের সঙ্গে। আমি তো আবার বেছে বেছে কাজ করি । ধনী-গরিবের চিরাচরিত প্রেম বা নায়কের সঙ্গে গানে নাচা ছাড়া নায়িকার কোনো কাজ নেই—এমন ছবি করব না কখনো। নিজেকে প্রকাশ করার জায়গা থাকবে—এমন গল্পই বাছতে চাই সব সময় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com