শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের দরি হরিহনর নগর গ্রামে বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে আতিয়ার রহমান গংদের হামলায় প্রতিপক্ষের মো. সফিউদ্দিনের কলেজ পড়ুয়া পুত্র রাসেল মিয়াসহ অন্তত ১০জন আহত হয়েছে।
মো. সফিউদ্দিন জানান, বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে সকালে মতিয়ার মিয়া, আতিয়ার মিয়া, সুফিয়ার মিয়া ও হেমায়েত মিয়ার নেতৃত্বে ১৫-২০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে হামলা চালালে অন্তত ১০জন আহত হয়। আগতদের মধ্যে গুরুত্বর আহত রাসেল মিয়া ও শাহাদত মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, এঘটনায থানায় অভিযোগ দেয়া হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান হামলার ঘটনা নিশ্চিত করে জানান, অদ্যবদি থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।