সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইট বানানোর দায়ে গোল্ডেন ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, গোল্ডেন ইটভাটা বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুরে অবস্থিত। বেশ কিছুদিন ধরে কুমার নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ইট প্রস্তুত করছিল ভাটাটি।
এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে গোল্ডেন ইটভাটা থেকে ৫০ হাজার টাকা দণ্ড আদায় করা হয়েছে। এ সময় ভাটার মালিককে পরিবেশের ক্ষতি না করে, আইন মেনে ভাটা পরিচালনা করতে বলা হয়েছে।