সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানায় গোপন সংবাদের ভিত্তিতে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী রিপন শেখের (৪০) কাছ থেকে ২৮টি গাঁজার পুরিয়া ও অপর ব্যবসায়ী দ্বিন ইসলামের (৩৪) কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করেছে।
গ্রেপ্তারের ঘটনায় এসআই আব্দুর রহমান শুক্রবার বাদী হয়ে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মাদক ব্যবসায়ী দুজনের বাড়ি পৌরসভার দক্ষিণ কামারগ্রামে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই জায়গা থেকে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মাদক মামলা হয়েছে। আসামিদের শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।