শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ঢাকার দোহার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে দোহার ব্লাড ব্যাংক।
মঙ্গলবার সকাল ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কর্মকর্তাবৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন দোহার ব্লাড ব্যাংকের পক্ষে এ দিন দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়, কোঠাবাড়ি কলেজ, শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সুন্দরীপাড়া রুপালী যুব সংঘে প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন তাঁরা।
এসময় দোহার ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর আমরা এই সময়ে দোহার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে প্রায় ১০ হাজার বনজ, ফলদ, ফুল ও ঔষধী গাছ রোপণ করি। তাঁরই ধারাবাহিকতায় এবছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আজ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলাম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোহার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আবু নাইম দোহারী, মোঃ মোয়াজ, মোঃ ফারহান, রাতুল ইসলাম, মোঃ ফারদিন. মোঃ অতিক, সোহাগ হোসেন, মোঃ রাব্বি ও সানী।