শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

বেসিস সফট এক্সপো উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক::

ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হলো বেসিস সফট এক্সপো ২০২০।

আজ বেলা সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এবার প্রদর্শনী এলাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সপেরিয়েন্স জোন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে।

রয়েছে ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন, ফিনটেক জোন, উইমেন জোন এবং বরাবরের মতো রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, বিগডেটাসহ নানা প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে দেশের অবস্থান তুলে ধরা হবে এবারের এ আয়োজনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com