মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

বেনাপোলে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে আবাদে চলছে জুয়ার আশর

বিশেষ প্রতিনিধি::

যশোর জেলার বেনাপোল থানাধীন ভবারবেড় পশ্চিমপাড়া এলাকায় এক বিশাল জুয়ার আশর এবং মাদকের আকড়া গড়ে উঠেছে। ঘটনায় বিবরনে জানাযায় উক্ত এলাকার মাদক সম্রাঞ্জী জনাব সাহেরা এর বাড়ির দ্বিতীয় তলায় প্রতিরাতেই অবাদে চলছে জুয়ার আশর এবং মাদক সেবন।

উক্ত গ্রামস্থ মাদক ব্যবসায়ি সাহেরা একজন মাদক সিন্ডিকেট সদস্য, চোরাকারবারি সদস্য, পুলিশের সহিত সু-সম্পর্ক গড়ে তুলে সে এ ধরনের ব্যবসা চালায়। উক্ত সাহেরা দির্ঘদিন ঘরে তার নিজ বাড়ির দ্বিতীয় তলায় জমজমাট জুয়ার আসর চালিয়ে আসছে। এতে করে ঐ এলাকার যুবকেরা মাদক ও চোরাকারবারির সাথে জড়িত হয়ে পড়ছে। উক্ত মাদকের টাকা জোগাড়ের জন্য তারা নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে এবং অবৈধ ভাবে অর্থ উপার্জন করছে। সর্বশান্ত হচ্ছে এলাকার শতশত পরিবার। অর্থ হারিয়ে যুবেকেরা হতাশা হয়ে বাড়ি ফিরছে, বাড়ি ফিরে মা বাবা এবং স্ত্রীর সহিত কলোহের সৃষ্টি করছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে একাধিক বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। জনমানবের প্রশ্ন প্রশাসনের নাকের ডগায় কিভাবে এ ধরনের দৈরত্ব ও অবৈধ ব্যবসা চলে। এ ধরনের ঘটনা প্রশাসনের সামনে ঘটলেও প্রশাসনের কোন পদক্ষেপ নেই বললেই চলে। ঘটনায় উঠে এসেছে দুই উপ পুলিশ কর্মকর্তার নাম।

এ ব্যাপারে বেনাপোল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান এর নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান যে এ ব্যাপারে তার কোন কিছু জানা নাই। বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন বলে আসস্থ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com