রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

বেতিসকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন চেলসি

বেতিসকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। এই জয়ের ফলে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও কাপ উইনার্স কাপ সব প্রধান ইউরোপীয় শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

গতকাল বুধবার পোল্যান্ডের ভ্রোৎসওয়াভ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বেতিসের হয়ে নবম মিনিটে আব্দে এজালজুলি গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে চেলসি দুর্দান্ত প্রত্যাবর্তন করে। কোল পামারের অসাধারণ পারফরম্যান্সে এনজো ফার্নান্দেজ (৬৫) ও নিকোলাস জ্যাকসনের (৭০) গোলে চেলসি এগিয়ে যায়। পরবর্তীতে জাডন সানচো (৮৩) ও ময়সেস কাইসেডো (নির্ধারিত সময়ে পর প্রথম মিনিটে) গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

কোল পামার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যিনি মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করেন। তার এই পারফরম্যান্স ২০১৮ সালের পর ইউরোপীয় ফাইনালে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের দুটি অ্যাসিস্টের রেকর্ড গড়ে।

এই জয়ের মাধ্যমে চেলসি ইউরোপীয় ফুটবলের সব প্রধান শিরোপা জয় করে ইতিহাস গড়েছে। তারা এর আগে ২০১২ ও ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ, ২০১৩ ও ২০১৯ সালে ইউরোপা লিগ, এবং ১৯৭১ ও ১৯৯৮ সালে কাপ উইনার্স কাপ জয় করেছিল।

শিরোপা জয়ের ফলে চেলসি ২০২৫-২৬ মৌসুমের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া, তারা ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে চ্যাম্পিয়নস লিগেও খেলার সুযোগ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com