শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

বৃহস্পতি-শুক্রবার মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এই ৮ ঘণ্টা মোবাইল সেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

গণমাধ্যমে পাঠানো বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ পেয়েছে। বরাদ্দকৃত তরঙ্গে সেবা দিতে অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেওয়ার কথা অপারেটরগুলোর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com