শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বৃষ্টির পানিতে ডুবছে স্কুল মাঠ, পাঠদানে বিঘ্ন

বৃষ্টির পানিতে ডুবছে স্কুল মাঠ, পাঠদানে বিঘ্ন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: গত তিন দিনের ভারী বর্ষণে ডুবে গেছে স্কুল মাঠ। পাঠদানে বিঘ্ন ঘটছে বলে জানান কর্তৃপক্ষ। খোদ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদরের পাশে বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র দেখা গেছে। ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশেই অবস্থিত বর্ধনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শনিবার থেকে তাঁরা শিশূ শিক্ষার্থীদের ক্লাসের পাঠদানে হিমশিম খাচ্ছেন। পুরো মাঠ জুড়েই পানি জমে আছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কমে গেছে বলে জানান স্থানীয় অভিভাবক আবদুল আজিজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা বলেন, স্কুলের মাঠটি ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাথে হওয়াতে বৃষ্টি হলেই ঢালের পানি মাঠে জমে। এতে ছোট্র ছেলে মেয়েদের জন্য ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হয়। কর্তৃপক্ষকে বার বার বলেও মাটি ভরাট করানো যায়নি। আজ সকালে পরীক্ষা থাকলেও অনেকেই উপস্থিত হয়নি।

এদিকে বৃষ্টির সাথে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়িও গাছপালার। উপজেলার নয়ণশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামে দুপুরে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে।

স্থানীয় বাদল হোসেন জানান, তাঁদের ঘরবাড়ি ও গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে ঘরের ভিটির মাটি সরে গিয়ে টিন কাঠের কয়েকটি ঘর ধসে পড়ে। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছপালা বিনষ্ট হয়।

পাশের গ্রামের নাজমুল হোসেন বলেন, ইছামতি নদীর তীর জুড়ে অনেক বাড়ীঘর, গাছপালা ও বিদ্যুতের খুটি পড়ে গেছে। এতে গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com