মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত গায়েব হওয়া ১৮ হাজার কেজি চায়না ক্লে পাউডার উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় কয়েক লক্ষ টাকার ভারতীয় কাপড়, সিটি গোল্ডের পণ্য ও সিরিঞ্জ, কেনুলাসহ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকা চকবাজারের মেসার্স নুর এন্টারপ্রাইজের ফয়েজ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বকুল মিয়া নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে গায়েব হওয়া চায়না ক্লে পাউডারের সাথে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যগুলো উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশের একটি টিম।
এসময় ১শত বস্তা চায়না ক্লে পাউডার, ২৩টি ভারতীয় কাপড়ে গাট্টি, ৩০টি সিরিন্স কেনুলার কাটুন ও ১০টি সিটি গোল্ডের কাটুন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলা ইসলামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ তুহিনুজ্জামান বাবু (৩২) ও একই উপজেলার ইব্রাহিম খলিলের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩৩)।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার চকবাজারের মেসার্স নুর এন্টারপ্রাইজের ফয়েজ নামের এক আমদানীকারক ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ৬ মে ১৮ হাজার কেজি চায়না ক্লেমন পাউডার আমদানী করেন। ওই দিন বন্দর অফিসের সার্ভার ডাউন থাকায় পরদিন ৭ মে কাস্টম এবং বন্দরের সকল কার্যক্রম শেষ করা হয়। রাতে সিএন্ডএফ ব্যবসায়ী তুহিনুজ্জামান বাবু এবং আলী হোসেন আলিফ ঢাকা মেট্রো ট-২৪০৪৯৬ নং এর একটি ট্রাকে আমদানীকৃত চায়না ক্লেমন পাউডার লোড করে আমদানীকারকের নিকট পাঠান। কিন্ত দীর্ঘ কয়েকদিনেও সেই পণ্য বুঝে না পাওয়ায় থানায় মামলা করেন আমদানীকারক ফয়েজ। ফয়েজ দাবী করেন এর আগে তিনি তুহিনুজ্জামান বাবু ও আলী হোসেন আলিফের নিকট নগদ এর মাধ্যমে ৬০ হাজার টাকা দেন। পরে আবু আলম নামে এক ব্যক্তি পণ্য পরিবহনের জন্য উল্লেখিত নাম্বারের যে ট্রাকে পণ্য পাঠান সেই ট্রাকের ড্রাইভারের মোবাইল নাম্বার সহ জহুরুল নামের একজনের কথা বলেন। ট্রাক চালক জহুরুল ট্রাকের ভাড়া বাবদ আমদানীকারক ফয়েজের নিকট থেকে ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহন করেন। এতে সন্দেহ হলে প্রদানকৃত ট্রাকের লোকেশন মুন্সিগঞ্জ এলাকায় দেখা যায়। চালক আমদানীকারককে জানায় উল্লেখিত নাম্বারের ট্রাক কখনই বুড়িমারীতে যায়নি। পরে উল্লেখিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তারা তালবাহানা শুরু করেন। আমদানীকৃত চায়না ক্লেমন পাউডারে মুল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে আমদানীকারক ফয়েজের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
অভিযানে আসা গাজীপুর মেট্রো ডিবির এসআই দক্ষিণ তানভীর তুষার বলেন, এঘটনায় গাজীপুর ডিবিতে একটি মামলার পর অভিযান চালিয়ে গায়েব হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলার সংক্রান্ত বিষয়ে গাজীপুর মেট্রো ডিবি পুলিশের একটি টিম হাতীবান্ধার বড়খাতায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে মালামাল উদ্ধার করেছেন। মালামাল গুলো হাতীবান্ধা থানায় তালিকা ভুক্ত করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ বিষয়ে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে এ মামলায় দুজনকে আটক করা হয়েছে।