শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নব্য রাজাকার তালিকায় পলাশ ডাঙ্গা যুব শিবিরের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মির্জাকে রাজাকার ভূষিত করায় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান সরকার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মাসুদ রানা শান্ত, সহ-সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ, সলঙ্গা থানা যুব লীগের আহবায়ক মোকলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সলঙ্গা থানা, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম সেলিম, হাটিকুমরুল ইউনিয়ন যুব লীগের সভাপতি আঃ মতিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, রওশন, ছাত্র লীগ নেতা সাজু, বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আঃ লতিফ মির্জার নাম অতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সে সকল কর্মকর্তা জরিত, তাদের শাস্তির দাবি করেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মরহুম আঃ লতিফ মির্জা তৎকালীন বৃহত্তর পাবনা জেলায়, পলাশ ডাঙ্গা যুবশিবির গঠন করে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে, বৃহত্তর পাবনা জেলা ও সিরাজগঞ্জ স্বাধীন করতে অগ্রণী ভূমিকা পালন করে, মরহুম আঃ লতিফ মির্জা ছিলেন পলাশ ডাঙ্গা যুব শিবিরের অধিনায়ক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পড়ে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হোন এবং বার বার সলঙ্গা-উল্লাপাড়া, আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচীত হোন।