সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন “বীর নিবাস” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকালে শহরের চরকমলাপুর বীর মুক্তিযোদ্ধা মো: আসরারুল হক সেন্টুর জমিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর নিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যায়ে বীর নিবাসে থাকছে ২টি বেড রুম, ১টি ড্রয়িং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন ও ২টি বাথরুমসহ বিভিন্ন সুযোগ সুবিধা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম জানান, প্রথম পর্যায়ে ৭জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” নির্মাণ করে দেওয়া হচ্ছে। পর্যায় ক্রমে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে।
বীর নিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার। প্রথম পর্যায়ে ফরিদপুর জেলায় প্রায় দুই শতাধিক অসচ্ছল মুক্তিযোদ্ধাদের “বীর নিবাস” নির্মাণ করে দেওয়া হবে। পর্যায় ক্রমে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে।