সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধা জনপ্রিয়তায় এবং প্রচার প্রচারনায় এগিয়ে আছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ৫ জানুয়ারী রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আলী আকবর এর সভাপতিত্বে ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন মৃধা।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামামীলীগের সাধারন সম্পাদক খন্দকার মো. শাহজাহান, সহসভাপতি মোঃ আলীমুজ্জামান খান মিষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, সাবেক সাধারন সম্পাদক মো. মনজুর হোসেন, নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, মো. হাফিজুর রহমান হাফেজ, মোঃ আসাদুজ্জামান ফুয়াদ, মো. জিয়াউর রহমান জুয়েল, মো. তারিকুল ইসলামসহ প্রমুখ।
সভায় ৫ জানুয়ারী রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মো. মোতালেব হোসেন মৃধাকে জয়যুক্ত করার আহবান রেখে বক্তব্য রাখেন বক্তাগণ।