রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

বিসিসির কাউন্সিলর মান্নকে ধ‌রে নি‌য়ে গেছে, দা‌বি প‌রিবা‌রের

ব‌রিশাল প্রতিনিধি : ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় পু‌লি‌শের দা‌য়ের করা মামলার দুই নম্বর আসামি ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে প্রশাস‌নের লোক প‌রিচ‌য়ে সাদা পোশাকধারীরা নি‌য়ে গে‌ছে।

শুক্রবার (২০ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মস‌জিদ এলাকায় বো‌নের বাসা থে‌কে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন মান্নার বড়‌ বোন কা‌নিজ ফা‌তেমা।

তি‌নি জানান, শুক্রবার রাত ১০টার দি‌কে তার বাসায় সি‌ভিল পোশাকধারী একদল লোক এসে মান্না‌কে নি‌য়ে যায়। তখন তা‌দের প‌রিচয় জান‌তে চাই‌লে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানায়। তা‌কে কোথায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে জান‌তে চায়লে তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গের জন্য ব‌লেন। তারপর থেকে এখন পর্যন্ত তার আর খোঁজ জানা যায়‌নি।

এ বিষ‌য়ে কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম ব‌লেন, তার গ্রেফতা‌রের বিষ‌য়ে এখ‌নো কেউ আমা‌দের অবগত করে‌নি। তাই এ বিষ‌য়ে কিছু বল‌তে পার‌ছি না। কাউ‌ন্সিলর মান্না ব‌রিশাল নগ‌রের গোরস্থান রোডের বা‌সিন্দা ও প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছে‌লে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com