বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

বিসিবির হেড অব প্রোগ্রাম হয়ে আসছেন ডেভিড মুর

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: রাসেল ডোমিঙ্গ পদত্যাগ করায় প্রধান কোচের পদ শূন্য। গুঞ্জন আছে, প্রধান কোচে হিসেবে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। তার আগে অবশ্য বাংলাদেশ ক্রিকেটের হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড মুরকে।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

৫৮ বছর বয়সী মুর বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে আগামী মাসেই বাংলাদেশে আসছেন। তিনি বাংলা টাইগার্স, এইচপির প্রোগ্রামগুলোর পরিকল্পনা, কৌশল প্রণয়নে কাজ করবেন বলে বিসিবি জানিয়েছে।

ক্রিকেটারদের কোচিং ছাড়াও তিনি স্থানীয় কোচদের মানোন্নয়ন কর্মসূচিও তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এক বার্তায় ডেভিড মুর বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে পারবো। দায়িত্ব সামলাবো বিসিবির হেড অব প্রোগ্রামের। তাই আমি বেশ রোমাঞ্চিত। এই কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’

অস্ট্রেলিয়ান মুর ক্রিকেট ক্যারিয়ার এতটা প্রসৃদ্ধ নয়। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধই বলা যায়। নিউ সাউথ ওয়েলস ছাড়াও কাজ করেছেন বারমুডা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।

এ ছাড়া ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com