বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: মাত্র ৩৩ দশমিক ৫ সেকেন্ডে ১০টি রং আলাদা করে শনাক্ত করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে একটি টিয়া পাখি। টিয়া পাখিটির নাম শাওগুই। এটি চীনের এক ব্যক্তির পোষা পাখি। তার অনন্য একটি দক্ষতা সে দ্রুত সময়ের মধ্যে রং শনাক্ত করতে পারে।
বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয়, চীনের হেনান প্রদেশের জিয়াওঝো শহরের বাসিন্দা চিন ফেং এর পোষা পাখি শাওগুই। চিন ফেং, ২০২০ সালে টিয়াটিকে বাচ্চা অবস্থায় ঘরে আনেন। শুরু থেকেই পাখিটির খেলনা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে শাওগুই রঙিন বল পছন্দ করতো। রঙের প্রতি আকর্ষণ দেখে শাওগুইর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
ফেং বলেন, শাওগুই খেলতে খেলতেই রং আলাদা করা শিখেছে। ওর বুদ্ধিমত্তা আমাকে অবাক করেছে।
২০২৪ সালের নভেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য শাওগুইর পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় শাওগুইকে ১০টি ছোট প্লাস্টিকের ঝুড়ি ও রঙিন সুতা দিয়ে সমানসংখ্যক বল বানিয়ে দেওয়া হয়। শাওগুইকে এলোমেলো রাখা রঙিন বলগুলো একই রঙের ঝুড়িতে রাখতে বলা হয়। শাওগুই দ্রুত কাজটি শেষ করে।
গিনেস কর্তৃপক্ষ জানায়, একবার গাঢ় গোলাপি একটি বল হালকা গোলাপি ঝুড়িতে ফেলে ভুল করলেও মুহূর্তের মধ্যেই তা সংশোধন করে নেয় শাওগুই।
গিনেস রেকর্ডসে শাওগুইর আগে আরও কিছু টিয়া পাখি একই কীর্তি গড়েছিল। যুক্তরাষ্ট্রে ৩ মিনিটে ১২টি বস্তু চিনে রেকর্ড গড়েছিল আফ্রিকার ধূসর প্রজাতির টিয়া অ্যাপোলো। ইতালির কিরা নামের একটি টিয়া ৩ মিনিটে ১১টি তাস চিনে সাফল্য দেখিয়েছিল।