রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিসের আরেকটি আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। ১৩ দেশের ৯৪ জন খেলোয়াড়ের অংশগ্রহনে রবিবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হবে বিশ্ব টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫ এর খেলা। যার মধ্যে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা রয়েছে। প্রাথমিক খেলা শেষে আটজন করে বালক ও বালিকা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।
নতুন আঙিকে সুসজ্জিত শেখ জামাল টেনিস কমপ্লেক্স এবং টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। দেশি ও বিদেশ খেলোয়াড়দের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে হোটেল ৭১ ও হোটেল ফারস-এ। ঢাকার পর দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীতে। শুক্রবার ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশেনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ‘ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫’ এর আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও বিটিএফ কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ ও নির্বাহী সদস্য মাহবুব মোর্শেদ শামীম।