শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:: গত ১৮ ডিসেম্বর (বুধবার) গভীর রাতে মুসলমানদের দ্বিতীয় জামায়েত টঙ্গির তুরাগ তীরে অবস্থিত বিশ্ব এজতেমায় সাদ পন্থীদের হামলায় চারজন মুসল্লি নিহত ও কয়েকশো আহত হওয়ার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সমাবেশে রূপগঞ্জ ওলামা মাশয়েখ ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি গাউছিয়া গোলচত্তর হইতে গোলাকান্দাইল গোলচত্বর হয়ে ভুলতা পাঁচতলা কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর (বুধবার) গভীর রাতে মাওলানা সাদপন্থীরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় তাদের আক্রমণে চারজন মুসলমান প্রাণ হারান ও কয়েকশো মুসল্লি আহত হন। বক্তারা বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তারা আরো বলেন, সাদপন্থীরা কাদিয়ানী গোষ্ঠী তাদের নিষিদ্ধ করতে হবে।