বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

বিশ্বের একশোটিরও বেশি দেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: ‘বলিউড বাদশাহ’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন এই অভিনেতা।

আগামীকাল (২৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে, সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে। ভারতের অনেক রাজ্যে সিনেমা হল মালিকেরা দর্শকদের চাপ সামলে সকাল ৬টাতেও শো রেখেছে।

আর এবার জানা গেলে, বিশ্বের একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে পাঠান।

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’ ব্যাপকভাবে মুক্তি পেতে চলেছে। এমনকি এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা হতে চলেছে, যা এতো দেশে মুক্তি পাবে। আন্তর্জাতিকভাবে শাহরুখ খানের জনপ্রিয়তা নজরকাড়া। আর তাই এই সিনেমাটি ঘিরে সারা বিশ্বের দর্শকদের উত্তেজনা তুঙ্গে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com