বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

বিশ্বব্যাংকের অর্থায়নে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পাশ হয়েছে— নুরুজ্জামান বিশ্বাস এমপি

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে ॥ ঈশ্বরদী রেলগেটে বিশ্বব্যাংকের অর্থায়নে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পাশ করা হয়েছে বলে জানিয়েছেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে বিদায়ী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবস্থাপনায় ঈশ্বরদী পৌরসভা চত্বরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, ঈশ্বরদীর অতি গুরুত্বপূর্ণ ৩টি প্রধান সড়ক প্রশস্তকরণ ইতিমধ্যেই পাশ হয়ে গেছে। সড়কগুলো হলো- ঈশ্বরদী রেলগেট থেকে ইপিজেড সড়ক, ঈশ্বরদী পোস্ট অফিস মোড় থেকে উমিরপুর এবং ঈশ্বরদী শহরের বকুলের মোড় থেকে মুলাডুলি রেলগেট পর্যন্ত। ঈশ্বরদী পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পৌরসভার সচিব জহুরুল হক, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়াসহ আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান।

এর আগে সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা পৌরসভায় আসেন। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন পৌর পরিষদ।

নতুন মেয়র ইছাহক আলী মালিথা বলেন, তিনি বিদায়ী মেয়রের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে পৌরবাসীর সেবা করতে চান। বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com