শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

বিশ্ববাজারে দাম না বাড়লেও দেশের ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: বিশ্ববাজারে পণ্যের দাম না বাড়লেও দেশের ব্যবসায়ীরা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করছেন। এমন কথাই বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৪ মে) রাজধানীর বাড্ডায় নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মধ্যে কম মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম বাড়েনি। কিন্তু দেশে স্থানীয় ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করেছে।’

ভোজ্যতেলের দাম বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভ্য্যট ছাড়ের বিষয়টি উঠে যাওয়ায় তেলের দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে সমন্বয় করা হবে।’

টিসিবির ফ্যামিলি কার্ডের বিষয়ে টিপু মুনশি বলেন, ‘ফ্যামিলি কার্ডের কার্যক্রম আগামী মাসের মাঝামাঝিতে শেষ হবে।’ এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com