মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ আরচারি স্টেজ ওয়ানে খেলতে তুরস্কে যাচ্ছেন আজ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১৭ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত আন্দালিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ৮ আরচারসহ ১২ জনের দল যাচ্ছে। বিশ্বকাপ আরচারি স্টেজ ওয়ানে খেলতে আজ শনিবার তুরস্কে যাচ্ছেন আরচাররা। রিকার্ভ এবং কম্পাউন্ড এই দুই ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভে ছেলে ও মেয়ে আরচাররা অংশ নিলেও কম্পাউন্ডে শুধু ছেলেরাই খেলবেন।

তুরস্কগামী দলের সদস্যরা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান। খেলা শেষে ২৫ এপ্রিল দেশে ফিরবে আরচার দল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com