শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপে ফ্রান্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:: আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ইনজুরির কারণে দলে নেই পল পগবা। আছেন করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন হুগো লরিস, আলফোনসে আরিওলা ও স্টিভ মান্দান্দা।

ফ্রান্স দলের ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন রাফায়েল ভারান, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাটে , বেঞ্জামিন পাভার্ড, জুলস কৌন্ডে ও ডায়োট উপামেকানো।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মিডফিল্ডে দেখা যাবে যাদের – আদ্রিয়েন র‍্যাবিয়োট, অরিলিয়েন চুয়ামিনি, ইউসসোফ ফোফানা, এদুয়াদ্রো কামাভিঙ্গা, মাতেও গেন্দুঞ্জি, জর্ডান ভেরেটোট।

গোল করে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবেন যারা (ফরোয়ার্ড ) – এন্টনি গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, ওসুমান ডেম্বেলে, অলিভার জিরুড, কিংসলে কোম্যান, ক্রিস্টোফার এনকুনকু ও করিম বেনজেমা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com