শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দ. আফ্রিকা

Bangladesh's Mosaddek Hossain (C) celebrates with teammates after dismissing Afghanistan's Hazratullah Zazai (not pictured) during the Asia Cup Twenty20 international cricket Group B match between Afghanistan and Bangladesh at the Sharjah Cricket Stadium in Sharjah on August 30, 2022. (Photo by Surjeet Yadav / AFP)

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগেই অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ খেলবে আফগানদের বিপক্ষেও। বাংলাদেশসহ অংশগ্রহণকারী ১৬টি দলের বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ১৬ অক্টোবর। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ এরই মধ্যে তাদের দল ঘোষণা করেছে। চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচই হেরে বাদ পড়া বাংলাদেশ এখনও দল দেয়নি। সেরা চারটি দল উঠবে দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে, যেখানে আগের আসরের পারফরম্যান্সের ভিত্তিতে আগে থেকেই অবস্থান করছে আটটি দল। বাংলাদেশ দল আছে সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে, যেখানে দক্ষিণ আফ্রিকা ছাড়াও প্রতিপক্ষ হিসেবে আছে ভারত ও পাকিস্তান। অপর দুই প্রতিপক্ষ চূড়ান্ত হবে প্রথম রাউন্ড থেকে।

বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে তারা। বৈশ্বিক আসরের আগে নিউ জিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সব ম্যাচই হবে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে। বিশ্বকাপের প্রাথমিক পর্বের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে মেলবোর্নের দুটি ভেন্যুতে, আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।

প্রস্তুতি ম্যাচগুলো দর্শকদের জন্য উন্মুক্ত নয়। তবে গ্যাবায় অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-ভারত, ইংল্যান্ড-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও নিউজিল্যান্ড-ভারতের প্রস্তুতি ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, ২ নবেম্বর ভারত এবং ৬ নবেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে। মূল লড়াইয়ের আগে খেলা প্রস্তুতি ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাবে না বলে জানিয়েছে আইসিসি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com