রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি ।।
তীব্র গরমে যখন মানুষের হিমশিম অবস্থা ঠিক তখনি তৃষ্ণার্থ পথচারী, অটোচালক, বৃদ্ধ, শিশু, ট্রাফিক পুলিশসহ সড়কে চলাচলরত সকল জনগণকে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বান্দরবান পৌরসভা।
প্রচন্ড রোদ উপেক্ষা করে বান্দরবান পৌরসভার আয়োজনে ট্রাফিক মোড় সহ জেলা সদরের বিভিন্ন পয়েন্টে এই খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম।
পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, কাউন্সিলর মো. আলী, মো. কাউন্সিলর সেলিম রেজা, কাউন্সিলর মংমংসিং, কাউন্সিলর ওমর ফারুক, মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলররা উপস্থিত থেকে এই খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমে অংশ নেন।
যতদিন গরমের তীব্রতা থাকবে ততদিন এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম।