রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন বাংলাদেশের বিজ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র।
শনিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. এম শমশের আলী শনিবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত। তার জানাজা ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।