বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বিয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না মা শিশু সন্তান রাইয়ানের

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্কের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও দুই বছরের ছেলে রাইয়ান নিহত হয়েছেন। এ সময় নিহত শিশুর বাবা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহসড়কের কাকিনা চাপারতলের পুলিশ বক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা রিনা খাতুন ও দুই বছরের ছেলে রাইয়ান উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মুনির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন স্ত্রী ও ছেলে সন্তানসহ। পরে কাকিনা চাপারতলের পুলিশ বক্সের এখানে আসলে পিছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। সেখানে পিষ্ট হয়ে মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা বাবা মনির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com