মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তা ও ধরলার পানি, বন্যার আশঙ্কা

বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তা ও ধরলার পানি, বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, একুশের কণ্ঠ:: উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তা ও ধরলার পানি। এতে করে আবারও বাড়ছে নদ-নদীর পানি।

শনিবার (৬ জুলাই) সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সে.মি নিচে ও ধরলার শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ১২ সে.মি. নিচে প্রবাহ রেকর্ড করা হয়েছে।

পাউবো বলছে, পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে।

তিস্তার ডালিয়া পয়েন্টে শনিবার সকাল ছয়টায় পানির সমতল ছিল ৫১.৯৭ মিটার (বিপৎসীমা= ৫২.১৫ মিটার) যা বিপৎসীমার ১৮ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়। এবং কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৯০ মিটার (বিপৎসীমা= ২৯.৩১ মিটার) যা বিপৎসীমার ৪১ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়।

এছাড়াও শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩০.৮১ মিটার, (বিপৎসীমা= ৩১.০৯ মিটার) যা বিপদসীমার ২৮ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়।

এদিকে সকাল নয়টায় এসব পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল ৫২.০৫ মিটার (বিপৎসীমা= ৫২.১৫ মিটার) যা বিপদসীমার ১০ সে.মি নিচে প্রবাহ রেকর্ড করা হয়েছে।

এছাড়াও, কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৯৫ মিটার (বিপৎসীমা= ২৯.৩১ মিটার) যা বিপৎসীমার ৩৬ সে.মি নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩০.৯৭ মিটার, (বিপৎসীমা= ৩১.০৯ মিটার) যা বিপৎসীমার ১২ সে.মি নিচে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, এই ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল কিছু পয়েন্টে স্বল্পমেয়াদে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং কতিপয় নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে।

সার্বিক বিষয়ে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী বৃষ্টিপাত হলে নদীর পানি বাড়তে পারে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com