রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের মতো জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের শিরোপাটা নিজেদের করে নিয়ে হ্যাটট্রিক লীগ শিরোপা জিতে প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেডের চলতি মৌসুমের ‘ট্রেবল’ জেতার স্বপ্ন চুরমার করে দেয় বসুন্ধরা কিংস। শিরোপা নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। ঘরের মাঠ কিংস এ্যারেনায় তাই আবাহনীর বিপক্ষে সোমবার ২৫ জুলাই ম্যাচটা ছিল নিয়মরক্ষার। চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে ম্যাচের পরতে পরতে।

আবাহনীর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। কিংসের হয়ে জোড়া গোল করেছেন রবসন রবিনিয়ো, অন্য গোলটি এসেছে নুহা মারংয়ের কাছ থেকে। আবাহানীর হয়ে গোল করেছেন রাকিব হোসেন এবং ড্যানিয়েল আগুস্তো। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া দলকে সমর্থন দিতে সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়। স্টেডিয়ামের গ্যালারিতে ছিল লাল জার্সিধারিদের উৎসব। পুরো বসুন্ধরা কিংসে ছিল উৎসব মুখর পরিবেশ। বাদ্য-বাজনায় চলছিল শিরোপা জয়ের আনন্দ। ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষনে ভীতি ছড়াতে থাকে বসুন্ধরার আক্রমন ভাগ।

চলতি লীগে নিজেদের ২১তম ম্যাচে এটা চ্যাম্পিয়ন কিংসের সপ্তদশ জয়। ১৮ মিনিটে দুই দলের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় কিংস। মিগেলের মাপা ফ্রি কিক ন নুহা মারং-এর ব্যাক হেডে বল জালে জড়ায় আবাহনীর মিলাদ শেখের ট্যাকলে মাটিতে পড়ে যান মিগেল ফিগেইরা। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মারিও লেমসসহ অন্যরা চেষ্টা করতে থাকেন। দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখানোর পর খেলা ফের শুরু হয়।

এরপর ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার মিগেল দামাসেনার ফ্রি-কিক। হেড থেকে গোল করেন নুহা মারং। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আবাহনী।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আবাহনী। রাকিব হোসেনের গোলে স্বস্তি ফেরে মারিও লেমোসের দলে। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিঁখুত পাস দেন দোরিয়েল্তন, রাকিব ডান প্রান্ত দিয়ে বল পেয়ে কোনাকুনি জোরালো শটে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন।

৭০ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে গোল করে আবারও এগিয়ে যায় কিংস। ৮২তম মিনিটে দোরিয়েলতের হেড পোস্টে লেগে ফেরে। যোগ করা সময়ে রবিনিয়োর গোলে চলতি লিগে নিজেদের মাঠে কিংসের অপরাজিত থাকা নিশ্চিত হয়ে যায় অনেকটাই। বিপুল থেকে বল পেয়ে মিগেলের ঠেলে দেয়া বল ডান প্রান্ত দিয়ে বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের তীব্র গড়ানো শটে জাল খুঁজে নেন রবসন (২-১)। ৮৩ মিনিটে ডরিয়েলটনের হেড কিংসের সাইডবারে লেগে ফিরলে সমতায় ফেরা হয়নি আকাশী-নীলদের।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+১ মিনিটে) সতীর্থ রিমনের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট ছেড়ে বের হয়ে আসা গোলরক্ষক শহীদুল আলম সোহেলের মাথার ওপর দিয়ে অসাধারণ-দৃষ্টিনন্দন চিপে গোল করেন আবারও সেই রবসন। লীগে এটা তার ১৫তম গোল, যা তৃতীয় সর্বোচ্চ। সংযুক্তি সময়ে (৯০+৬ মিনিটে) কিংস মিডফিল্ডার মাসুক মিয়া জনির হ্যান্ডবল হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু পেনাল্টি হয়নি বলে তীব্র প্রতিবাদ করে কিংস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com