মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

বিপিএল ফুটবলে উত্তেজনার বসুন্ধরা ও আবাহনী ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বছরে ৩ শিরোপা জয়ের মিশনে থাকা আকাশী নীল জার্সিধারীরা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে কিংসদের সাথে ২-২ গোলে ড্র করেছে। বাগে পেয়েও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি ঢাকা আবাহনী লিমিটেড। ৩ মার্চ রবিবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একগাদা সহজ সুযোগ মিস করায় জয়বঞ্চিত থাকতে হয়েছে আবাহনীকে।

ম্যাচে আবাহনীর হয়ে গোল করেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা তারকা ড্যানিয়েল কলিনড্রেস ও ডোরিয়েল্টন গোমেজ নাসিমেন্টো। আর বসুন্ধরার হয়ে গোল করেন এলিটা কিংসলে ও রবসন দি সিলভা রবিনহো। উত্তেজনাকর ম্যাচে দু’দলেরই একজন করে লালকার্ড দেখেন। আর প্রথমার্ধে খেলা থামিয়ে রেফারি ইফতারের বিরতি দেন। বলা হচ্ছে, এমন ঘটনা দেশের ফুটবলে এই প্রথম। জাতীয় দলের ফিফা উইন্ডো শেষে ফের শুরু হয়েছে লীগের খেলা। গতকাল চারটি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবার দৃষ্টি বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ম্যাচের দিকে।

লীগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা ঢাকা আবাহনী ম্যাচটি জিততে পারলে ট্রফির লড়াই জমে উঠত। কিন্তু সেটা করতে না পারায় এখনও সুবিধাজনক অবস্থায় রইল কিংস। এখন দশ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। আর হার দিয়ে লীগ শুরু করা বসুন্ধরা কিংস পরের ৮ ম্যাচেই জয় পায়। এবার আবাহনীর কাছে থামলেও ২৫ পয়েন্ট নিয়ে ভালোভাবেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্কার ব্রুজেনের দল। এর আগে চলতি মৌসুমে আবাহনী বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছে একবারই। স্বাধীনতা কাপের ফাইনালে কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। অন্যদিকে চলতি আসরে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন চিনেডু ম্যাথিউ। টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর তার হ্যাটট্রিকে ভর করে জয়ে ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল।

চলতি লীগে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। যার শুরুটা করেছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেজ নাসিমেন্টো। পরের চারটি হ্যাটট্রিকের মধ্যে দুটি করেন চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড। বাকি দুই হ্যাটট্রিকম্যান এমেকা ওগবাহ ও আমিরউদ্দিন শরিফি।

৩ মার্চ রবিবার আরও জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে বন্দর নগরীর আবাহনী। ২৭ মিনিটে থ্যাঙ্কগডের গোলে এগিয়ে যায় চট্টলা আবাহনী। প্রথমার্ধের শেষ দিকে সোমা ওটানি মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। ৬৬ মিনিটে সোহেল রানার গোলে জয় নিশ্চিত হয় বন্দরনগরীর দলটির। আরেক ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com