রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

বিপিএল ঠিক সময়েই শুরু হবে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। সেই মোতাবেক আগামী আসরটিও একই সময়ে হবে। আপাতত খসড়া সূচী অনুসারে আগামী বছর ৩ জানুয়ারি বিপিএল মাঠে গড়ানোর কথা। একই সময়ে অন্তত ৩টি ফ্র্যাঞ্চাইজি আসর অনুষ্ঠিত হবে। কিন্তু এরপরও যথা সময়েই বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। কারণ আইসিসির ফিউচারা ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় বিপিএল আয়োজনের আগে-পরে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা আছে। বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেড়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। টি২০ আসরের পাশাপাশি এখন টি১০ ও ১০০ বল টুর্নামেন্টও হচ্ছে। নতুন করে বাড়ছে আরও কিছু আসর। ২০১২ সালে বিপিএল শুরুর পর দুই বছর অনুষ্ঠিত হয়নি। একবার ম্যাচ ফিক্সিং সমস্যায় ২০১৪ সালে এবং দ্বিতীয়বার বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে। নানাবিধ কারণে কয়েকবার নির্দিষ্ট সময়েও আয়োজন করা যায়নি আসরটি। কিন্তু এখন নিয়মিত ঠিক সময়েই বিপিএল আয়োজনের চিন্তা বিসিবির। আগামী বছর ৩ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের নবম আসর।

৪৬ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ ফেব্রুয়ারি। প্রায় একই সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি২০ আয়োজন করতে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সময়ে মাঠে গড়াতে পারে দক্ষিণ আফ্রিকার একটি টুর্নামেন্ট। তাছাড়া পাকিস্তান সুপার লীগ (পিসিএল) প্রায় একই সময়ে আয়োজিত হয়। একই সময়ে এতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় ভাল মানের বিদেশী ক্রিকেটার পেতে বেগ পেতে হবে বিসিবিকে। তবুও সূচী মেনেই নিজেদের পরিকল্পনায় এগোচ্ছে বিসিবি।

এ বিষয়ে সিইও নিজামউদ্দিন বলেন, ‘আমাদের যে আন্তর্জাতিক আর এফটিপি কমিটমেন্ট, তার ওপর নির্ভর করেই বিপিএলের সূচী করে থাকি। আমাদের নির্ধারিত সূচী অনুযায়ীই আমাদের আলোচনা করতে হবে। আমাদের আন্তর্জাতিক ব্যস্ততা আছে আগে-পরে। খুব আঁটসাঁট সূচী নিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের সূচী মেনেই কাজ করব।’ বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজগুলোও যথা সময়েই আয়োজন করা হবে। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘এ বছরের এপ্রিলে এফটিপি ডেভেলপের একটা মিটিং ছিল। সেখানে শুধু ২০২২ না, ২০২৭ পর্যন্ত এফটিপি কী হবে এ নিয়ে কাজ শুরু করেছি। কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com