শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বিপিএল: উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুরে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।
অন্যদিকে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশের দুই বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আমাদের আশা।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com