শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। আসন্ন এই আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন দল। ইতোমধ্যেই ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় থাকবে শায়ান্স গ্লোবালের নামের একটি প্রতিষ্ঠান।
সোমবার (৩০ জুন) বিপিএলে দল পেতে বিসিবিতে আবেদনপত্র জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।
এদিন শায়ান্স গ্রোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।
এ ছাড়া গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান’স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।