বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বিনামুল্যে সিজার করে পুত্র সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

লালমনিরহাট প্রতিনিধি:: আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এই প্রথম বিনামূল্যে সিজার করে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসুতি মা। নবজাতক ও প্রসূতি দুজনেই সুস্থ আছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ওই প্রসূতির অস্ত্রোপচার সম্পন্ন হলে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক ও প্রসূতি দুজনেই হাসপাতালের মা ও শিশু বান্ধব ওয়ার্ডে নিবির পরিচর্যায় আছেন।

প্রসূতি উম্মে কুলসুম ওই উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে তিনি আরো এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি অত্যাধুনিক অপারেশন থিয়েটারে প্রসূতি বিশেষজ্ঞ ডা. এলিনা পারভিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. গৌতম কুমার বিশ্বাস ও সার্জারী কনসালটেন্ট ডা. আমজাদ হোসেনকে পদায়ন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে অপারেশন থিয়েটার ঢেলে সাজানো হয় যাতে সিজারসহ সকল ধরনের মেজর সার্জারি করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভাদাই ইউনিয়নের হোসেন আলীর স্ত্রী উম্মে কুলসুম বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসলে আদিতমারী হাসপাতালে ভর্তি হয়। যেহেতু তার প্রথম বাচ্চা সিজারিয়ান তাই কর্তব্যরত চিকিৎসক ওই প্রসূতির সিজারের সিদ্ধান্ত নেন। পরে দুপুর একটার দিকে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসূতি বিশেষজ্ঞ ডা. এলিনা পারভিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. গৌতম কুমার বিশ্বাস ও সার্জারী কনসালটেন্ট ডা. আমজাদ হোসেন অপারেশন পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালেদ হোসেন সার্বক্ষণিক তদারকি করেন।

এতে চারজন নার্স, দুইজন আয়া সহযোগিতা করেন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি উম্মে কুলসুম ফুটফুটে ছেলে সন্তানের জন্য দেন। জন্মের পর বাচ্ছার ওজন ২.৫ কেজি পরিমাপ করা হয়। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালে রেখে পরিচর্যা করা হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারে সন্তান জন্মদানে উচ্ছসিত হোসেন আলী বলেন, বিনামূল্যে আদিতমারী হাসপাতালে বাড়ির কাছে সিজার করে ছেলে সন্তানের বাবা হয়েছি। ক্লিনিকে বা অন্য কোথাও করতে গেলে মোটা টাকা লাগতো পাশাপাশি ভোগান্তিও ছিলো। এখানে কোন ভোগান্তি ছাড়াই অপারেশন হয়েছে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালেদ হোসেন বলেন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে আজ প্রথম অপারেশন হয়েছে। এখানে যেকোন ধরনের মেজর অপারেশন করা সম্ভব। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের সহযোগিতায় অপারেশনের এখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। আদিতমারী উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com