বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চাকরি খোঁজার শীর্ষস্থানীয় ওয়েবসাইট বিডিজবসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা একেএম ফাহিম মাসরুরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিজবসের কার্যালয় থেকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি নাজমুল ইসলাম।
তিনি জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করার অভিযোগে ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ফাহিম মাসরুরকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার ফেসবুক ঘেঁটে এখনও তেমন কিছু পাওয়া যায়নি। এ জন্য মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফাহিম মাসরুর বিডিজবস ও ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি তিনি।