রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন জামা বিতরণ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর ॥

গাজীপুরে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশন;
রেজিঃ (এস-১৪১৪১/২৪) – এর উদ্যোগে পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিক (সুইপার) দের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।

৯ই সেপ্টেম্বর বুধবার সকালে জেলা শহরের কৃষি গবেষণা পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে নতুন জামা বিতরণ করেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন ২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সোহেল রানা সবুজ, কার্যনির্বাহী সদস্য মাহিন রেজা, পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিক সমবায় সমিতির সভাপতি রঞ্জন ভাস্কর প্রমুখ।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম জানান, পয়ঃবর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা শ্রমিকগণ সব সময়ই অবহেলিত এবং নিগৃহীত। আমরা চিন্তা করি না যে, তাদের কাজের সফলতাতেই আমাদের কাজ-কর্ম সঠিক ও পরিষ্কারময় হয়ে উঠছে প্রতিনিয়ত। তাই আমাদের সকলের উচিত ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবসেবায় নিজেদের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত প্রসারিত করা। এছাড়াও বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশন; রেডিমেড গার্মেন্টসে কর্মরত মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য বিগত সময়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতার মাহফিল, প্রতি বছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরের অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, বেশ কয়েকটি মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় উক্ত সংগঠনের উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে, প্রতিবছর সংগঠনের সদস্যদের নিয়ে গেট টুগেদার করা হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও বই কিনে দেওয়া হয়েছে, টঙ্গীতে তাহফিজুল কুরআন মাদ্রাসায় কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য আরএমজি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, স্বাবলম্বী প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারকে বিনামূল্যে অটোরিক্সা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com