বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

বিটিভির তালিকাভুক্ত শিল্পী হওয়ায় সংবর্ধনা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র সংগীত বিভাগের প্রধান মো. সেলিম ও নাফা’র শিক্ষার্থী নাজিয়া আক্তার চিনি বিটিভির তালিকা ভুক্ত শিল্পী হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে ইংরেজি নতুন বছর বরণ অনুষ্ঠান করা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটায় নবাবগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সভা কক্ষে সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিপ্লব সরকার।

সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির পরিকল্পনায় ও ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাফার চারুকলার শিক্ষক কানিজ আক্তার, তবলার শিক্ষক অমূল্য দাস, গিটারের শিক্ষক ম্যাক গমেজ, অভিভাবক প্রতিনিধি পরিমল মন্ডল ও নুপুর সাহা, শিক্ষার্থী এপোলো রায়, রাব্বি ও রোহান প্রমুখ।

পরে ইংরেজি নতুন বছরকে বরণ করতে কেক কাটা হয়। এছাড়াও নাফার শিল্পী ঐশীকা দাস ও ঐশী মন্ডলের তবলায় দলীয় গান পরিবেশন করে বর্ষবরণ করা হয়। চারুকলার শিল্পীরা আয়োজন করে নববর্ষের শুভেচ্ছা কার্ড তৈরি। শেষে নৃত্য পরিবেশন করেন নাফার শিল্পীরা।

শনিবার, সংগঠনের বারুয়াখালী ও শোল্লা শাখার আয়োজনে ইংরেজি নতুন বছর বরণ অনুষ্ঠান করা হবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com