শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে রেদওয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মিরন খন্দকার/কবির হোসেন॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বাৎসরিক ১৬তম ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কামুচাঁন শাহ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে সর্বোমোট ৩২টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হয় হাসনাবাদ রেদওয়ান স্পোর্টিং ক্লাব ও ব্রাহ্মণগাঁও তরুণ সংঘ। গত ১৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচ শুরু হয় ধারাবাহিক বাছাই পর্ব ম্যাচ শেষে ১৬ ডিসেম্বর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় গোল শূন্য হয়ে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। এতে ১-০ গোলে হাসনাবাদ রেদওয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাসনাবাদ রেদওয়ান স্পোর্টিং ক্লাবের গোলকিপার মোহাম্মদ নাসির।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তফিকুল জিলানী সাগর, বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ আমিন সাহেব, হাজী মো. আসাদুর রহমান সোহেল, হাজী মো. আরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম। মো. ববিন সরদার, হাজী মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রনি, মোহাম্মদ তাপস, মো. রমজান আলী, মোহাম্মদ মুকুল চিস্তি, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ হানিফ, মোঃ স্বপন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আজিজুল হাকিম, মোহাম্মদ সেলিম, মোঃ আহাদ উল্লাহ, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ শহিদুল্লাহ।

এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন পুরস্কার একটি ফ্রিজ ও রানার আপদের একটি এলইডি টিভি পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন বন্ধন তরুণ সংঘ থেকে আছিফ, নাহিদ, অমিত, রাকিব, অনিক, আশিক, নিলয়, আবির, তুহিন চাঁন, পারভেজ, বাবু, ইমন প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com