শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

বিজয় দিবস টেনিসের সুভিত-কাব্য চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, একুশের কন্ঠ : বিজয় দিবস টেনিসের বালক একক অনূর্ধ্ব-১৬ গ্রুপে বিকেএসপির সুভিত বড়ুয়া ও অনূর্ধ্ব-১৪ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপির কাব্য গায়েন। শুক্রবার ২২ ডিসেম্বর শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় সুভিত বড়ুয়া ৭-৫ ও ৬-৩ গেমে বিকেএসপির তানভির মুনকে এবং কাব্য গায়েন ৬-৩ ও ৭-৫ গেমে বিকেএসপির আলিফ হোসেনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

বালক অনূর্ধ্ব-১২ গ্রুপে বিকেএসপির জোবায়ের ইসলাম ৬-১ ও ৬-০ গেমে শেখ জামাল টেনিস কমপ্লেক্সের সৌরভ হাসানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সহসভাপতি মোতাহার হোসেন। এ সময় সহসভাপতি মাসুদ করিম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com