বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বিএসসি-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধানে আট সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদক, একুশের কণ্ঠ:: তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া, সদস্য হিসেবে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরো আছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রকৌশলী তানভীর মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

এদিকে, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ঢাকার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ে হেনস্তা করা এবং তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ও তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় গেলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন। এ সময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com