রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

বিএনপি প্রার্থী রিটার্নিং অফিসারের কথা না শুনেই সভা ত্যাগ করলেন

রাজবাড়ী প্রতিনিধি॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা রিটার্নিং অফিসার।

আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসক অফিসার মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ার হোসেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

সভায় আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোন অভিযোগ নেই আমরা বির্নাচনী আচরণ বিধি মেনেই গণসংযোগ সভা সমাবেশ করে যাচ্ছি। এমন পরিবশে থাকলে ৩০ তারিখের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বক্তব্যে বলেন, রাজবাড়ীতে নির্বাচনের কোন পরিবেশ নেই। আমি কোথাও গণসংযোগে বের হতে পারছিনা। আামাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমার নেতাকর্মীরা পালিয়ে বেরাচ্ছে। আলী নেওয়াজ খৈয়ম এমন অনেক গুলো অভিযোগের কথা বলে তিনি জেলা রিটার্নিং অফিসারের কথা না শুনেই বা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে সভা ত্যাগ করে চলে যান।

বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে জেলা আওয়ামী লীরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোন রকম কোন বাধা দেওয়া হচ্ছে না। রাজবাড়ীবাসী জানে বিএনপির মধ্যে দুটি গ্রুাপ আছে মনোয়ন পাওয়া কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা রয়েছে এখন তাদের দলীয় কন্দোলের কারনে যদি কোন ঘটনা ঘটে সে দায় তো আর আওয়ামী লীগের নয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শকত আলী বলেন, বিএনপি প্রার্থী তার অভিযোগ শুনিয়েই চলে গেলেন। আমাদের কথা বলার সুযোগ দিলেন না। সত্যিকার অর্থে আমি চেষ্টা করছি সব দিক থেকে সকল প্রার্থীকে সমান অধিকার দিতে। আমার পক্ষ থেকে তাকে কোন অ-সহযোগিতা করা হয়নি। তিনি ১১ ডিসেম্বর তার সভায় যে টনা ঘটেছে।তিনি আমাকে ফোনের মাধ্যমে জানারো সাথে সাথে আমি পুলিশ সুপার কে ব্যবস্থা নিতে বলেছি। পুলিশ সাথে সাথে ঘটাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসানের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষের এজেন্ট, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও তার এজেন্ট জেলা বিএনপির সহ-সভাপতি এড: আসাদুজ্জামান লাল, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রার্থীর এজেন্ট।

রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিম নৌকার এজেন্ট পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড: এবিএম নরুল ইসলামের এজেন্ট, ইসলামী আন্দোলনের নুর মোঃ মিয়া মিঠু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান উপস্থিত ছিলেন। আসনেননি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ নাসিরুল হক সাবু বা তার এজেন্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com