বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুনুর রশিদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারে এ মানববন্ধন করা হয়। দোহার আদর্শ শিক্ষক ফেডারেশন নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হারুনুর রশিদ একজন শিক্ষক ছিলেন। আমরা জানি, তিনি রাজনৈতিক বিভেদে হত্যার শিকার হয়েছেন। তাঁকে নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। আমরা শিক্ষক ও সচেতন জনতা হিসেবে তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। শিক্ষক সংগঠনের নেতারা দ্রুত সময়ের মধ্যে হারুন মাষ্টারের খুনি ও ঘটনার নেপথ্যে ক্রীড়ানকদের খুঁজে বের করার আহবান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন দোহার উপজেলার সভাপতি মো. নূরে আলম ঝিলু, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, মাওলানা দলিলুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাসুম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন হারুন মাষ্টার। পিছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে।
গত শনিবার (৫ জুলাই) সকালে নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।